Home জাতীয় ২০ বছরে ঘন সুন্দরবন কমেছে সাড়ে ১৭ হাজার হেক্টর

২০ বছরে ঘন সুন্দরবন কমেছে সাড়ে ১৭ হাজার হেক্টর

দূষণে ক্ষতির মুখে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন । সেই সাথে লবনাক্ততা সহ নানা কারণে কমেছে গাছ পালা । গবেষকদের হিসেবে ২০ বছর আগে ঘন বনের পরিমাণ ছিলো ৩৫ হাজার ৫শত ২০ হেক্টির যা এখন নেমে এসেছে সাড়ে ১৭ হাজার হেক্টর এ ।

সুন্দরবন এর পানিতে দিন দিন বেড়েই চলেছে লবনাক্ততা । ঘূর্ণিঝড়ের আঘাত নদী ভাঙ্গন ও আগুন আর পাচারে কমছে গাছপালা । গবেষকরা বলছেন ২০২০ সাথে সুন্দরবনের ১২০ বর্গ কিলোমিটার  থেকে ঘন বল উধাও হয়ে গেছে ।

বন গবেষণা ইন্সটিটিউট বলছে লনাক্ততা বাড়ার জন্য কমেছে সুন্দরি সহ ১০টি গাছে চারা গোঁজানোর পরিমাণ । অন্তত ৩৮ ভাগ সুন্দরি গাছ আগামরা ২০ শতাংশ গেওয়া রোগে আক্রান্ত । শ্বাসমুল এর উপর পলি পড়ে মারা যাচ্ছে অসংখ্য গাছ ।

এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুজছে বন বিভাগ । খুব তাড়াতাড়ি এই বন নিয়ে কোন পদক্ষেপ না নিলে বিশাল ক্ষতি হয়ে দাঁড়াবে আমাদের জন্য তাই সরকারের কাছে অনুরোধ করেছেন এই বনের দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য ।

এই বন আমাদের সুনামি বন্যা সহ ভিন্ন দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে । এই বন না থাকলে আমরা এবং আমাদের এই প্রিয় দেশ প্রতি বছর অনেক সমস্যায় পড়তাম । এই বন এর এই দূর অবস্থায় সবারই এগিয়ে আশা উচিৎ বলে মনে করি আমি ।

এই কথা বন ব্যাবস্থাপনা পরিচালক জানিয়েছেন । সুন্দরবন কে বাচাতে সবার ঐক্য প্রচেষ্টা দরকার তাহলেই বাচবে সুন্দরবন বাচবে আমাদের দেশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

ক্ষুদ্র ও কুটির শিল্পে কর ছাড়ের দাবী এই খাত সংশ্লিটদের

করোনার কারণে সক্ষমতা কমেছে কুটির এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের। ব্যবসা টিকিয়ে রাখতে কর্মী ছাঁটাই সহ বেতন কর্তন করতে হচ্ছে তাদের । বিশ্লেষকরা বলছেন,...

করোনার টিকা বিক্রি করে বিলিয়নিয়ার অনেকে

করোনা ভ্যাকসিন বিক্রি করে নতুন বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেছে নয় জন। যাদের মধ্যে সবচে বেশি অর্থ আয় করেছেন মর্ডানা এবং বায়োএনটেকের প্রধান নির্বাহীরা । আর...

১ কেজি গরুর মাংস ৬০০ আর খাসির মাংস ৮০০ থেকে ৯০০ টাকা

বছর বছর বাজারে বেড়েই চলেছে গরু ও খাসির মাংসের দাম । আর এইবার তো একেবারেই লাগামছাড়া । রাজধানীর বাজারে এক কেজি গরুর মাংস এর...

করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড বিশেষজ্ঞদের সাবধানী বার্তা

দেশে করোনার সংক্রমনের সবচেয়ে বেশি রেকর্ড হয়েছে আজ । মাত্র ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৫ হাজার ৩ শত ৫৮ জন রোগী । এদিকে ২৪...

Recent Comments